উপকুল থেকে ৩ লক্ষাধিক মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে
আলোকিত বার্তা:দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোন আম্পানের ছোবল থেকে জীবন বাঁচাতে রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার(১৯ মে)রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত জানান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাতের মধ্যেই সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করছেন।ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, সুপার সাইক্লোন ‘আম্পান’ বুধবার (২০ মে) বিকেল/সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।সুপার সাইক্লোন আম্পানের আঘাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হানিসার নির্দেশে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৩ লক্ষাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার(১৯ মে) রাত সাড়ে ৯টার মধ্যে তাদের সরিয়ে নেওয়া হয়।
প্রধামন্ত্রীর কার্যালয়ের একটি সুত্র থেকে এ তথ্য জানা গেছে।সুত্রটি আরও জানায়,মঙ্গলবার রাতের মধ্যেই উপকুল অঞ্চলের সকল মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোনের কারণে সৃষ্ট এ দুর্যোগ পরিস্থিতি সর্বক্ষণ মনিটরিং করছেন।বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা সুপার সাইক্লোন আম্পানের কারণে বুধবার (২০ মে) ভোর ৬টা থেকে মহাবিপদ সংকেত দেখানো হবে। একই সময়ে বাংলাদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে বলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।