১৯ জনের ২ হাজার ৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৯ জনের ২ হাজার ৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের


আলোকিত বার্তা:সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ১৯ জনের ২ হাজার ৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার আসামি হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দশমিনার হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাই শিকদার।দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে ডিলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সোমবার (১৮ মে) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়,দশমিনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগী ১৯ জন কার্ডধারীর অনুকূলে ২০১৯ সালের মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর পাঁচ মাসের এবং ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসেরসহ মোট সাত মাসের ২ হাজার ৮৫০ কেজি চাল হতদরিদ্রের মধ‌্যে বিতরণ না করে আত্মসাৎ করেন ডিলার আব্দুল হাই।আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়।করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে ১১টি মামলা দায়ের করে দুদক।

Top