করোনা ভাইরাসের কারণে ঈদ পর্যন্ত সাধারণ ছুটি বাড়তে পারে।
আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে ঈদ পর্যন্ত সাধারণ ছুটি বাড়তে পারে। এই লক্ষ্যে প্রক্রিয়া এগিয়ে রাখা হলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।মঙ্গলবার(১২ মে)এ খবর জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।তিনি বলেন,করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়িয়ে উপায় নেই।সাধারণ ছুটি সংক্রান্ত সবকিছুই আমরা প্রস্তুত করে রেখেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই আমরা তা চূড়ান্ত করবো। বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।করোনাভাইরাসের কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। পরে আরো ছয় দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি যা,তাতে ছুটি আরও বাড়বে-এটাই স্বাভাবিক। ১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ১৭, ১৮, ১৯, ২০ মে।২১ মে শবে কদরের ছুটি। এরপর ২২ ও ২৩ মে সপ্তাহিক ছুটি।আবার ২৪ মে থেকে শুরু ঈদের ছুটি।২৫ ও ২৬ মে’ও (সোম ও মঙ্গলবার) ঈদের ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকায় এভাবেই নির্ধারিত আছে। তবে রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকবে ২৩, ২৪ ও ২৫ মে (শনি, রবি ও সোম)।তাই এবারের ছুটি আগামী ২৬ মে পর্যন্ত বর্ধিত হতে পারে ।