এক মাস পর শুক্রবার রাজধানীর অধিকাংশ মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।
আলোকিত বার্তা:এক মাস পর শুক্রবার রাজধানীর অধিকাংশ মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশনা জারি করে সরকার জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর মুসল্লিরা জুমার নামাজ জামাতে আদায় করলেন|রোনাভাইরাস বা কোভিড-১৯ এর বিস্তার রোধে মসজিদে নামাজ আদায় করা বেশিরভাগ ক্ষেত্রেই নিষিদ্ধ ছিল।রাজধানীর বিভিন্ন মসজিদে মাস্ক পরে এবং দূরত্ব বজায় রেখে মুসলিমদের নামাজ আদায় করতে দেখা গেছে।
বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নামাজ পড়ার অনুমতি দিয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়।এর আগে করোনার সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল মসজিদে না গিয়ে বাড়িতে বসে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়।ওই নির্দেশনায় মুসল্লিদের শুক্রবার জুমার পরিবর্তে ঘরে জোহরের নামাজ পড়ার আহ্বান জানানো হয়।অন্যান্য ধর্মের মানুষদেরকেও ধর্মীয় প্রতিষ্ঠানে জমায়েতের পরিবর্তে ঘরে বসে প্রার্থণা করার আহ্বান জানান ধর্ম মন্ত্রী।