করোনায় আক্রান্ত সংসদ সদস্য - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সংসদ সদস্য


আলোকিত বার্তা:দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য বর্তমানে ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন। নওগাঁ জেলার এই এমপি দশম সংসদে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।জানা গেছে, ওই সংসদ সদস্য গত ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে ন্যাম ভবনের বাসায় ওঠেন। এরপর তার শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করা হয়।শুক্রবার (১ মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি এই সংসদ সদস্য জানান, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন ন্যাম ভবনের বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন।এই সংসদ সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে। নতুন করে সুস্থ্য হয়েছেন ১৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ১৭৪ জন।

Top