করোনা ভাইরাস নিয়ে গুজব ঠেকাতে ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভাইরাস নিয়ে গুজব ঠেকাতে ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রয়েছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাস নিয়ে গুজব ঠেকাতে ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৫ এপ্রিল) র‌্যাব সদর দফতরে অনলাইন বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।র‌্যাব মহাপরিচালক বলেন, করোনা নিয়ে গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব করোনা বিষয়ক গুজব প্রতিরোধে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত ৫০টির বেশি ওয়েবসাইট নজরদারিতে রেখেছে।তিনি আরো বলেন, এ পর্যন্ত ১১ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। নিশ্চিত না হয়ে কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করা ঠিক নয়।

Top