করোনাভাইরাসের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ২৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিএনপি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ২৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিএনপি।


আলোকিত বার্তা:করোনাভাইরাসের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ২৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিএনপি।এর আগে সাংগঠনিক কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিল দলটি।সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুণর্গঠন কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল।করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।

বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতিতে এখন দলের সবচেয়ে অগ্রগণ্য বিষয় ত্রাণ কার্যক্রম। দলের সর্বস্তরের নেতাকর্মীরা এ কাজে যুক্ত আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Top