দেশের বাইরে থেকে আগত প্রবাসী ও অভিবাসীদের হয়রানি না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ
আলোকিত বার্তা:দেশের বাইরে থেকে আগত প্রবাসী ও অভিবাসীদের হয়রানি না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন এই নোটিশ পাঠিয়েছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান তিনি।
এ নোটিশ প্রাপ্তির পর যথাশীঘ্র সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে নোটিশে।আইনজীবী রবিন বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। তারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান, যা দেশের অর্থনীতিসহ নানাবিধ সমস্যা সমাধানে ব্যাপক সহায়ক।তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি বৈশ্বিক সমস্যা বিধায় অনেক প্রবাসী ও অভিবাসী দেশে ফিরে এসেছেন এবং অনেকেই সরকারি সব নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে নিজ বাড়িতে অবস্থান করছেন। কিন্তু প্রতিনিয়ত তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন যা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে অবগত হই।আইনজীবী জে আর খান রবিন আরও বলেন, বিদেশ থেকে আগতরাও এ দেশের মানুষ, বাংলাদেশি নাগরিক। সুতরাং তাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। অন্যদিকে বিদেশফেরত প্রবাসীদের জন্য কার্যকরী কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিশ্চিত করাও খুব জরুরি প্রয়োজন।