করোনাভাইরাসে মারা যাওয়া চিকিৎসক পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
আলোকিত বার্তা:করোনাভাইরাসে মারা যাওয়া চিকিৎসক পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।ডা.মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বুধবার(১৫ এপ্রিল)মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে আজাদ বলেন,আমরা প্রধানমন্ত্রীকে এই বেদনার বিষয়টি অবহিত করি। তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।তিনি আশ্বস্ত করেন মরহুমের পরিবারের সব দায়-দায়িত্ব সরকার নেবে।এরইমধ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার তাড়াতাড়ি সেটি যেন পান প্রধানমন্ত্রী সে বিষয়েও আশ্বাস দিয়েছেন।
ডা.আবুল কালাম আজাদ বলেন,প্রধানমন্ত্রী সব চিকিৎসক-নার্স এবং অন্যান্য যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেছেন এবং সরকার সব সময়ে তাদের পাশে আছে।তাদের নিরাপত্তার বিষয়টি সরকার অন্যতম সর্বাগ্র বিবেচনা হিসেবে সব সময় মনে রাখে।এ বিষয়ে আরো তড়িৎগতিতে যা কিছু সুরক্ষা ব্যবস্থা করা দরকার সরকার তা করবে।উল্লেখ্য, ডা. মঈন উদ্দীন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।