টেলিফোনে স্বাস্থ্যসেবা দেবেন শ্রমকল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা।
আলোকিত বার্তা:করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে শ্রমিকদের টেলিফোনে স্বাস্থ্যসেবা দেবেন শ্রমকল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা।সারাদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রমকল্যাণ কেন্দ্রের ১৭ চিকিৎসক এ সেবা দিবেন।সোমবার (১৩ এপ্রিল) এ বিষয়ে শ্রম অধিদফতর থেকে শ্রম কল্যাণ কেন্দ্রগুলোর চিকিৎসকদের চিঠি দেয়া হয়েছে।
এতে বলা হয়,করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি প্রশমনে চাহিদার ভিত্তিতে শ্রম কল্যাণ কেন্দ্রের ১৭ চিকিৎসককে টেলিফোনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার নির্দেশনা দেয়া হল।এতে আরও বলা হয়, এই চিকিৎসকরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকদের টেলিমেডিসিন সেবা দেবেন। চিকিৎসাসেবা প্রাপ্তির উদ্দেশ্যে প্রাপ্ত কলের বর্ণিত সমস্যায় করণীয় বিষয়ে চিকিৎসকরা মৌখিক পরামর্শ দেবেন এবং প্রয়োজন মনে করলে ফিরতি মেসেজে ব্যবস্থাপত্র দেবেন।প্রতিদিনের সেবা প্রদানের কললিস্ট সংরক্ষণ করতে হবে এবং পরের দিন প্রধান কার্যালয়ের পরিচালকের (স্বাস্থ্য ও কল্যাণ) কাছে পাঠাতে হবে এবং অনুলিপি সংশ্লিষ্ট বিভাগীয় শ্রম দফতরের পরিচালককে প্রদান করতে হবে।করোনা ভাইরাসজনিত এই দুর্যোগকালীন দেশের শ্রমিকদের কল্যাণে স্বাস্থ্যসেবা প্রদানের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।