করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১৮২ জন। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১৮২ জন।


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮২ জন।দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। এসময়ের মধ্যে ৩ জনসহ সবমিলিয়ে ৪২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।সোমবার(১৩ এপ্রিল)দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে‘করোনা ভাইরাস সংক্রান্ত’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।দেশে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।এসময়ের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ১৮২।এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০৩।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৩টি।আর চিকিৎসা নিয়ে আর ৩ জনসহ মোট ৪২ জন সুস্থ হয়েছেন।

Top