করোনা প্রভাবে বর্তমান শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা প্রভাবে বর্তমান শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটি গঠন


আলোকিত বার্তা:করোনাভাইরাস(কোভিড-১৯)সংক্রমণের প্রভাবে বর্তমান অবস্থায় শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা,সংশ্লিষ্ট এলাকার মালিক এবং শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।সারা দেশে অঞ্চল ভিত্তিক ২৩টি কমিটি গঠন করে রবিবার (১২ এপ্রিল) মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব ফয়সাল হকের স্বাক্ষরে পত্র জারি করা হয়।

এ কমিটির কাজ হবে শ্রমিক-কর্মচারীদের মজুরি/বেতন যথাসময়ে প্রাপ্তি নিশ্চিতকরণ, শ্রম অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হলে যৌথভাবে পরিদর্শন/ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ, শ্রম অসন্তোষ ত্রিপক্ষীয় সালিসের মাধ্যমে নিষ্পত্তি করণ, চলমান কারখানার শ্রমিকদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের সাথে সমন্বয় সাধন এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ এর কারণে কর্মহীন হয়ে পড়া (দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ইত্যাদি) শ্রমিকগণ যাতে সরকারের আর্থিক/খাদ্য সহায়তার আওতাভুক্ত হন সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন, সুবিধাভোগী শ্রমিকদের ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ।উল্লেখ্য, প্রয়োজনে এ কমিটি অঞ্চল ভিত্তিক উপ-কমিটি/টিম গঠন করবে। জারি করা পত্রে কমিটিকে সংযুক্ত ছকসমূহ অনুসরণপূর্বক প্রতি বৃহস্পতিবারে নিজ নিজ অধিদফত মাধ্যমে মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেয়া হয়।

Top