বাড়ল সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত


আলোকিত বার্তা:করোনার প্রাদুর্ভাব রোধে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হয়েছে।এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হলো।জানা গেছে,১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে।এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটির থাকবে সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত,দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার।তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।আর পরদিন পয়লা বৈশাখের ছুটি। এবার নতুন করে ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে গণমাধ্যমকে বলেন,সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে।বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

Top