১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান
আলোকিত বার্তা:করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকদের ছাঁটাই না করে আগামী ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করতে শিল্প কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।মঙ্গলবার(৭ এপ্রিল)সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি কারখানা মালিকদের প্রতি এ আহবান জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,করোনা ভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের গত মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে শিল্প কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।