দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে


আলোকিত বার্তা:দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।গার্মেন্টস শিল্পের সমন্বয়হীনতা নিয়ে রোববার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, গার্মেন্টস শিল্প খোলা রাখা এবং বন্ধ রাখা নিয়ে তেলেসমাতি কারবারে শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকিতে ফেলেছে,ক্ষতিগ্রস্থ করেছে এবং করোনা সংক্রমণ বিস্তারে সহায়ক হয়েছে। এসব প্রশ্নে সরকারের একক দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্য গড়ে তুলতেও বিঘ্ন সৃষ্টি করছে যার পরিণাম হতে পারে ভয়াবহ।

বিবৃতিতে নেতারা করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এটা যথাযথ বাস্তবায়ন না হলে দেশ বিপর্যয়ের ঝুঁকিতে পরবে।

Top