করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে পোশাক শিল্প কারখানা খুলে দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ
আলোকিত বার্তা:করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে পোশাক শিল্প কারখানা খুলে দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে সরকারি ছুটি বর্ধিত করা হয়েছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। লোকজনের ভিড় এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে রূঢ় আচরণ করছে। রাস্তায় চলাফেরা করলে তাদেরকে হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন,অত্যন্ত পরিতাপের বিষয় হলো,৫ মার্চ থেকে গার্মেন্টস কারখানাসমূহ খুলে দেয়া হচ্ছে।ফলে গার্মেন্টসে কর্মরত হাজার হাজার কর্মচারী ঢাকায় প্রত্যাবর্তন করছে। যানবাহন বন্ধ থাকায় কর্মচারীরা দূর-দূরান্ত থেকে বিভিন্ন মাধ্যমে এমনকি হেঁটে হেঁটে দলে দলে ঢাকায় আগমন করছে। করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মাঝে সরকার একদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়ে জোর দিচ্ছে,অপরদিকে গার্মেন্টস কারখানা খুলে দিয়ে বহু লোকের একত্রে অবস্থান এবং চলাচলে বাধ্য করছে। এর মাধ্যমে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের ব্যবস্থা করা হচ্ছে কি-না,তা সরকারের নিকট জনগণের এক বড় জিজ্ঞাসা।
জামায়াত বিবৃতিতে আরও বলে,প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গার্মেন্টস খুলে দিয়ে নতুন করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে বলে জনগণ মনে করে। গার্মেন্টস কর্মীরা চাকরি বাঁচানোর স্বার্থে কর্মস্থলে ফিরে আসতে বাধ্য হচ্ছে। সারা বিশ্ব যখন কোয়ারেন্টাইন ও আইসোলেশনকে ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার উপায় বলে মনে করছে, সেখানে বাংলাদেশে গার্মেন্টস কারখানা খুলে দিয়ে গোটা জাতিকে হুমকির মাঝে ফেলার ব্যবস্থা করা হচ্ছে কি-না জনগণ তা জানতে চায়।