ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকলে করোনাভাইরাসকে পুঁজি করে বাজারে কারসাজি করবে না ব্যবসায়ীরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকলে করোনাভাইরাসকে পুঁজি করে বাজারে কারসাজি করবে না ব্যবসায়ীরা।


আলোকিত বার্তা:খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন,ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকলে করোনাভাইরাসকে পুঁজি করে বাজারে কারসাজি করবে না ব্যবসায়ীরা।সারা বিশ্বে করোনা আতঙ্কে নিমজ্জিত। এটাকে পুঁজি করে চালের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।আর যদি কোনো ব্যবসায়ী কারসাজি করে চালের দাম বাড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।ক্রেতাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন,সরকারের গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ইতিমধ্যেই ওএমএসে (খোলাবাজারে) চাল বিক্রি চলছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।অসাধু ব্যবসায়ীরা চালের দাম না বাড়ানোর আহ্বান শুনবে কিনা− সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে সরকারের গুদামে ১৭ লাখ ৩৯ হাজার ৪০০ মেট্রিক ট্রন চাল মজুত আছে। এক মাস চারদিন পর নতুন বোরো ধান উঠতে শুরু করবে। এ ছাড়া সরকারের মনিটরিং চলছে। কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Top