করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারি কর্ম কমিশনের(পিএসসি)সব নিয়োগ পরীক্ষা স্থগিত
আলোকিত বার্তা:করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারি কর্ম কমিশনের(পিএসসি)সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
পিএসসি বলছে, ইতিমধ্যে নেয়া পরীক্ষাগুলোর ফলাফল এই সময়ে প্রকাশ করা হবে।সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তবে ১৮-৩১ মার্চ পর্যন্ত সময়ে পিএসসির কতগুলো পরীক্ষা স্থগিত হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।