মিরপুরের রূপনগর ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরের রূপনগর ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি


আলোকিত বার্তা:মিরপুরের রূপনগর ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন মির্জা ফখরুল। বুধবার সকাল পৌনে ১০টায় রূপনগর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডেনর ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও ১৪টি ইউনিট যুক্ত হয়। পৌনে তিন ঘণ্টার চেষ্টার পর সাড়ে ১২টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

চলতি বছর জানুয়ারিতে দু’দফা অগ্নিকাণ্ড ঘটে এ বস্তিতে। গত বছর আগস্টে রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবারই ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।বার বার কেন এ আগুন— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই রূপনগরে বার বার দেখছি অগ্নিকাণ্ড হচ্ছে। কিছুদিন আগেও, সিটি করপোরেশন নির্বাচনের পূর্বেও আমরা এখানে এসেছিলাম। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনো একটা প্রভাশালী মহল, তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং বা প্লট নির্মাণে প্রচেষ্টা চালাচ্ছে।আমরা মনে করি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত নিরপেক্ষ হতে হবে। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত যাতে না হয়, সেজন্য নিরপেক্ষ তদন্ত হতে হবে।ফখরুল বলেন, ‘একদিকে যারা বিত্তশালী তাদের জন্য নতুন নতুন গৃহায়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আমাদের দুর্ভাগ্য যে, দেশে যারা দুর্বল, যারা বস্তিতে বাস করেন, তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, গৃহায়নের কোনো ব্যবস্থা তাদের নেই।তিনি বলেন, ‘এই বস্তিতে যারা বাস করেন, সবাই নিম্ন আয়ের মানুষ। এই বস্তি পুড়ে যাওয়ায় তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি। নিন্দা প্রকাশ করছি যে বার বার এগুলো ঘটার পরও যারা কর্তৃপক্ষ আছেন তারা সেভাবে বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না।তবে বার বার আগুন লাগার বিষয়ে ভিন্ন মত পোষণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বার বার আগুন লাগার বিষয়ের স্থায়ী সমাধান করতে বস্তির জমির মালিকদের সঙ্গে বসা এবং পুরো জমির ম্যাপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। বুধবার বিকাল ৪টার দিকে মিরপুরের রূপনগর পোড়া বস্তি পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

মেয়র আরও বলেন, ‘আর কত আগুনে পোড়া দেখব, আর কত মানুষের আহাজারি শুনব? আমি মনে করি, এ জায়গার মালিকদের সঙ্গে দ্রুত আলাপ করব। পুরো জায়গার ম্যাপ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন এবং আমিও বিশ্বাস করি, এর একটা স্থায়ী সমাধান অবশ্যই আসবে।এদিকে আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বস্তির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবিও জানান তিনি।ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল এ সময় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, গাজী রিয়াজ উদ্দিন, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, মাহফুজ খান সুমন প্রমুখও উপস্থিত ছিলেন।অগ্নিকাণ্ডের পর দুপুর দেড়টার দিকে বিএনপি মহাসচিব ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি বলেন, বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।ঝিলপাড় বস্তির পশ্চিমাংশে এ অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুঁড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল পৌনে ১০টায় রূপনগরের ‘ত’ ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট পৌনে তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Top