পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের প্রধান সমন্বয়ক নিয়োগ
আলোকিত বার্তা:পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের প্রধান সমন্বয়ক নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।প্রেষণে এ নিয়োগ দিয়ে সেনা কর্মকর্তা জাহিদ হোসেনকে সেতু বিভাগে ন্যস্ত করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মূল সেতু কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।অন্যদিকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজও চলছে।৩৯ হাজার কোটি টাকার রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত।