৪ দেশের ভিসা স্থগিত করেছে বাংলাদেশ
আলোকিত বার্তা:করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত রাখা হয়েছে।বুধবার (৪ মার্চ)আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনার বিস্তার রোধে দেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। এখন কেউ আসতে চাইলে দূতাবাসের মাধ্যমে তাকে ভিসার আবেদন করতে হবে। ভিসা পেতে হলে তাকে করোনাভাইরাসে আক্রান্ত নন বা কোয়ারেন্টিন পার করেছেন- এমন সার্টিফিকেট দাখিল করতে হবে।
অধ্যাপক ফ্লোরা আরো জানান,চলাফেরায় ব্যাপক কড়াকড়ি আরোপের মাধ্যমে চীনে ভাইরাসের বিস্তার কিছুটা কমে এলেও অন্য সব দেশে সংক্রমণ অস্বাভাবিক গতিতে বাড়ছে। ইতিমধ্যে ৮০টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে,প্রতিদিন উদ্বেগ বাড়ছে।ইতালি,দক্ষিণ কোরিয়া,ইরান ও জাপানকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন কোনো দেশে আপাতত জরুরি প্রয়োজন ছাড়া না যেতে এবং সেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসার অনুরোধ জানান তিনি।