করোনাভাইরাস মানব সমাজের জন্য একটি হুমকির নাম। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাস মানব সমাজের জন্য একটি হুমকির নাম।


আলোকিত বার্তা:করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (৪ মার্চ) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) পুনঃসজ্জিত অডিটরিয়াম ও নবনির্মিত ব্যায়ামাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।জাহিদ মালেক বলেন, বিশ্বজুড়ে করোনা এখন আতঙ্ক ছড়িয়েছে। সত্যিই করোনা একটি সমস্যা। এটা এখন মানব সমাজের জন্য একটি হুমকির নাম।তা থেকে ইউএসএও বাদ যায়নি। বিশ্বের প্রায় ৭০ টি দেশ এখন করোনায় আক্রান্ত। কার মাধ্যমে কখন কিভাবে ছড়িয়ে পড়বে বলা যায় না।এসময় মন্ত্রী বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে করোনা ভাইরাস এসে গেছে তাই আমাদের দেশেও যেকোন সময় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এই ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। এই ভাইরাস মোকাবিলায় ডাক্তারদের অনেক বলিষ্ঠ ভূমিকা রাখার বিষয়ে আছে। এছাড়া এরজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং আমরা প্রস্তুত আছি।

মন্ত্রী আরো বলেন,প্রত্যেক জেলায় আমরা আইসোলেশন ১০০ বেড রাখতে বলেছি এবং বিভাগীয় শহরে ৩০০ থেকে ৪০০ আইসোলেশন বেড প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা.এম.ইকবালআর্সলান,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব মো. আব্দুল আজিজ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. আসাদুল ইসলাম, নিপসম পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশীদ রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Top