অর্পিত সম্পত্তির যেগুলোর দাবি নেই সেসব দ্রুত নিষ্পত্তির সুপারিশ
আলোকিত বার্তা:অর্পিত সম্পত্তির যেগুলোর দাবি নেই সেসব দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।এছাড়া ভাওয়াল রাজ এস্টেটে মোট জমির পরিমাণ, দখল-বেদখলের পরিমাণ এবং এবিষয়ে মামলার পরিমাণের তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠক এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মো.মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মো.আনোয়ারুল আজীম, নেছার আহমদ,উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের অধীন হিসাব নিয়ন্ত্রকের (রাজস্ব) কার্যাবলি এবং ভূমি সেবা প্রদান কার্যক্রমকে সহজীকরণের লক্ষ্যে সাব-রেজিস্ট্রারের কার্যালয়কে ভূমি মন্ত্রণালয়ের অধীন করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার বিষয়ে আলোচনা হয়।বৈঠকে মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। কমিটি কর্তৃক নীলফামারী গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।