মার্চ মাসেই ধেয়ে আসছে কালবৈশাখী।
আলোকিত বার্তা:আসন্ন মার্চ মাসেই ধেয়ে আসছে কালবৈশাখী।মার্চের আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা বলা হয়, মার্চে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারী থেকে তীব্র কাল বৈশাখী ঝড়সহ বজ্র ঝড়ের সম্ভাবনা আছে।মার্চে সমগ্র দেশেই হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
বিশেষ করে মার্চ মাসের মাঝামাঝি সময় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।এবার মার্চেই প্রচুর গরম পড়বে।এ মাসের স্বাভাবিক তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।তবে উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে।