ফৌজদারি মামলায় প্যারোল চাওয়ার সুযোগ নেই।তবে বিএনপি আশা করেছে এবার বেগম জিয়ার জামিন হবে।
আলোকিত বার্তা:সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদবুধবার(১৯ ফেব্রুয়ারি)দেশের শীর্ষস্থানীয় একটি টিভি চ্যানেলের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।মওদুদ বলেন,ফৌজদারি মামলায় প্যারোল চাওয়ার সুযোগ নেই।তবে বিএনপি আশা করেছে এবার বেগম জিয়ার জামিন হবে।
তিনি আরো বলেন,আমরা সব সময় বলেছি,সরকারের যদি সদিচ্ছা থাকে।তাহলে বেগম জিয়ার মুক্তি জামিনেও হতে পারে,আইনের অধীনে হতে পারে।প্যারোলের মুক্তির কোনো আইন নেই।সে নীতিমালায় কিছু নির্দেশ দেয়া আছে।যদি কোন সাজা প্রাপ্ত ব্যক্তির আত্মীয় স্বজন মারা যায় তাহলে তাকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয়া যেতে পারে।