খালেদা জিয়ার জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করা হবে
আলোকিত বার্তা:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য আবারো উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।এবার জামিন আবেদন করা হলে,বেগম জিয়ার জামিন দেয়ার ক্ষেত্রে সরকারের প্রতিহিংসায় আদালত প্রভাবিত হবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব হোসেন।
এর আগে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠকে বসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা।এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে টেলিফোনে কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।