চলতি বছর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি


আলোকিত বার্তা:চলতি বছর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন বিএনপির সংসদীয় দলের নেতা হারুন-অর রশীদ। এজন্য স্পিকারের রুলিংও চেয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে হারুন-অর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে গত তিনদিন ধরে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। গত মঙ্গলবার ২৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করেছেন। কিন্তু উদ্বেগের বিষয়, এখানে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের কথা আসছে। অধ্যাদেশের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যলয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বড় বড় বিদ্যালয়গুলো অনাগ্রহ দেখাচ্ছে।

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই।অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালিত হওয়ার কথা তা হচ্ছে না।শুধু ছাত্র ভর্তি আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অধ্যাদেশের কথা আসে।এজন্য অতিদ্রুত এ অধ্যাদেশ সংশোধন করে সময় উপযোগী করার দাবি জানান তিনি।বিএনপির এ সংসদ সদস্য বলেন,ভর্তির সময় অভিভাবক ও পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।ছাত্র সংখ্যা অনেক বেড়েছে।প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক আবেদনকারী থাকেন। তাই আগামী শিক্ষাবর্ষ থেকেই সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে।

Top