১৭৮টি নদী পুন:খনন করে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৭৮টি নদী পুন:খনন করে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হবে।


আলোকিত বার্তা:নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরীণ নৌ পথের নাব্যতা রক্ষায় ড্রেজিং মাস্টার প্ল্যান করা হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী বিআইডব্লিউটিএ ১৭৮টি নদী পুন:খনন করে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হবে।রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে এই তথ্য জানান।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রতিমন্ত্রী সংসদকে আরো জানান, বিআইডব্লিউটিএ বর্তমানে ১২টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন, ৫৩টি নৌপথে ক্যাপিটাল ড্রেজিংসহ বিভিন্ন নদ-নদী খননে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে।সরকারি দলের সদস্য বেনজীর আহমদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে জানান, বিআইডব্লিউটিসির ৮৫টি জলযান এবং আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য বিএসসির আটটি সমুদ্রগামী জাহাজ রয়েছে।

বিআইডব্লিউটিসির ৮৫টি জলযানের মধ্যে ৫০টি ফেরি এবং ২৩টি যাত্রীবাহী জাহাজ রয়েছে। এছাড়া ১২টি কার্গো জাহাজ এবং শিপিং কর্পোরেশনেরে আটটির মধ্যে তিনটি নতুন প্রোডাক্ট ওয়েল ট্যাংকার তিনটি নতুন বাঙ্ক ক্যারিয়ার এবং দুটি লাইটারেজ ট্যাংকার রয়েছে।সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সংসদকে আরো জানান, ২০১৭ সালে চট্রগ্রাম বন্দরে ২৬ লাখ বিইউইএস কন্টেইনার হ্যান্ডেল করেছে।বর্তমানে চট্রগ্রাম বন্দরের হ্যান্ডেলিং ক্ষমতা আর বৃদ্ধি করা সম্ভব হবে না। এ লক্ষ্যে বে টার্মিনাল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Top