আদালতে মাদকের মামলার সংখ্যা বাড়লেও দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে মাদকের মামলার সংখ্যা বাড়লেও দ্রুত নিষ্পত্তি হচ্ছে না।


আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আদালতে মাদকের মামলার সংখ্যা বাড়লেও দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মামলা ঝুলে আছে। মাদক সংক্রান্ত ছোট বড় মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ার এর প্রভাব জেলখানাগুলোতে পড়ছে। সারা দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতা ৪০ হাজার ৬১৩ জনের কিছু বেশি। এ মুহূর্তে কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৮৭ হাজার ৭৯৯ জন। কোনো কোনো সময় বন্দির সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে যায়। এ সব কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সংশোধনীতে পাঠানো হয়েছিল।মন্ত্রিসভার বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদনের বিষয়ে এক সংবাদকর্মী প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দায়ের হওয়া এক লাখ ৮০ হাজার মামলা ঝুলে আছে। মাদক সংক্রান্ত ছোট-বড় মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ার প্রভাব কারাগারগুলোতে পড়ছে। সারাদেশের কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা ৪০ হাজার ৬০০-এর কিছু বেশি। অথচ এ মুহূর্তে কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৮৭ হাজার ৭৯৯ জন। কোনো কোনো সময় কারাবন্দির সংখ্যা ৯০ হাজারও ছাড়িয়ে যায়। এসব কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী প্রস্তাব পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে আসাদুজ্জামান বলেন, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য প্রতিবছরের মতো র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার ব্রিগেড এবং বিভিন্ন বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ জনগণ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।তিনি জানান, অমর একুশে শহীদ দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য প্রতি বছরের মতো র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার ব্রিগেড কর্মীরাসহ বিভিন্ন বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে। প্রচলিত প্রথা অনুসারে, কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণের শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

Top