আফজালের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আফজালের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।


আলোকিত বার্তা:ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মাদ আফজালের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ক্যাসিনো কেলেঙ্কারির নায়কদের সঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় নাম আসে সামীম আফজালের। গত বছরের ৩০ নভেম্বর তার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক।২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান সামীম মোহাম্মদ আফজাল। বহু বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়া সামীম আফজাল গত বছরের ৩০ ডিসেম্বর ইফা থেকে বিদায় নেন।

Top