স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ । - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ ।


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘অভিযোগ আসুক, দেখা যাবে।শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।আমু বলেন,৩০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমার ধারণা। আমরা এখনও পুরোপুরি খবর নিতে পারিনি। তবে ভোটের তারিখ পরিবর্তন এবং ছুটি থাকায় অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। এছাড়া পরিবহন সমস্যার কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। সেজন্য ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

বিএনপির নানা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে আমু বলেন,গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।সব নির্বাচন নিয়েই বিএনপি এ রকম অভিযোগ করে।কেন্দ্রে তাদের এজেন্ট ছিল এবং তাদের পক্ষে ভোটও পড়েছে। তবে বিএনপি বলেছিল তারা নাকি ভোট রক্ষা করবে। কিন্তু আজ তাদেরকে তেমনভাবে দেখা যায়নি।পরাজয় নিশ্চিত জেনে তারা আত্মগোপন করেছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।

Top