অভিযান পরিচালনা করছে যারা অস্ত্রধারী এবং নির্বাচনে সহিংসতা করতে পারে।
আলোকিত বার্তা:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কোনো বহিরাগতদের হয়রানি নয়, বহিরাগতদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে না। শুধুমাত্র তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করছে যারা অস্ত্রধারী এবং নির্বাচনে সহিংসতা করতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পত্র-পত্রিকায় খবর আসছে,বিএনপিও অভিযোগ করেছে যে বহিরাগতদের নামে তাদের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।বহিরাগত বলতে আপনারা কী বোঝাচ্ছেন? জানতে চাইলে আব্দুল বাতেন বলেন,ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন।এ নির্বাচনকালে ঢাকায় কে বহিরাগত কে স্থানীয় তা নির্ণয় করা খুবই কঠিন,আমরা সেটা জানি। আসলে আমরা কোনো বহিরাগতকে গ্রেফতারে অভিযানে নামিনি। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ যেন বজায় থাকে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সেদিকেই লক্ষ্য রাখছে পুলিশ।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলের তা আমাদের দেখার বিষয় নয়, কোন রাজনৈতিক দলের নেতা কী বললেন সেটাও দেখার বিষয় না। আমরা বিশেষ কোনো অভিযানে নামিনি। সন্ত্রাসী যদি হয় তাহলে সেটা নির্বাচনের আগেই কী আর পরেই কী? সন্ত্রাসী অস্ত্রধারীদের গ্রেফতার করবে পুলিশ। তবে নির্বাচনকালে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট তো থাকেই।তিনি আরও বলেন, নির্বাচন পরিপন্থি কোনো কাজ নিজেদের মধ্যেও হবে না, কোনো ব্যক্তি বা দল কিংবা সংগঠন, প্রার্থী কিংবা সমর্থক হোক; নির্বাচন পরিপন্থি কিছু করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।