উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।


আলোকিত বার্তা:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং দক্ষিণ সিটির ২১ নং ওয়ার্ডে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের প্রচারণায় নেমেছেন ছাত্রলীগের সাবেক নেতারা।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা।এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মার্কা নৌকা এবং দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের লাটিম মার্কার নামে স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা এসময় বিবার্তাকে জানান,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। আমরা সাবেকরা নৌকার প্রচারণায় মাঠে নেমেছি।
তারা বলেন, দক্ষিণ সিটির ২১ নং ওয়ার্ডে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদও ছাত্রলীগের সাবেক নেতা। আজকে তার লাটিম মার্কা ও নৌকার প্রচারণায় ২১ নং ওয়ার্ডে আমরা প্রচারণা চালাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামাল সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন,সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু।উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

Top