আ’লীগের বৈঠক বিএনপির পর ইসির সঙ্গে
আলোকিত বার্তা:ঢাকার আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ঠিক পাঁচদিন আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলটির নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচটি ইমাম।সোমবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ইসির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও মোহাম্মদ রফিকুল ইসলাম।আওয়ামী লীগের এ বৈঠক শুরুর আগে বিকাল ৩টার দিকে বিএনপির সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করে কমিশন। এর আগেও দলটি সিটি নির্বাচনকে সামনে রেখে আরও দুদিন ইসির সঙ্গে বৈঠক করেছে।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।