সিএমএইচ সামরিক রোগীদের পাশাপাশি বেসামরিক রোগীদেরও সুচিকিৎসার দেয়ার সুপারিশ
আলোকিত বার্তা:সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সামরিক রোগীদের পাশাপাশি বেসামরিক রোগীদেরও সুচিকিৎসার দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।রোবরাব সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।
বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে জানানো হয়,সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪তলা বিশিষ্ট আধুনিক হৃদরোগ-চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।