বদলি-পদায়ন ৬ অধ্যাপকের
আলোকিত বার্তা:বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের অধ্যাপক পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়।স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত এবং সংযুক্তিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগে কর্মরত অধ্যাপক ডা. মো. আব্দুর রউফকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক পদে পদায়ন করা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো.রুহুল আমিনকে বদলিপূর্বক ঢাকা মেডিকেল কলেজের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক পদে পদায়ন দেয়া হয়।স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত এবং জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে সংযুক্তিতে কর্মরত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিনের বিপরীতে অধ্যাপক ফিজিওলজি পদে পদায়ন করা হয়।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে সংযুক্তিতে কর্মরত গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. রুমিন ফারহানাকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি এবং সংযুক্তিতে ঢাকা মেডিকেল কলেজ অধ্যাপক গাইনী অ্যান্ড অফস পদে পদায়ন করা হয়।
স্বাস্থ্য অধিদফতরে ওএসডি এবং সংযুক্তিতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম এ কর্মরত বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডাক্তার ফৌজিয়া হাসিনকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি অধ্যাপক পদে পদায়ন করা হয়।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি এবং সংযুক্তিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক নিউনেটোলজি পদে কর্মরত ডাক্তার সুখময় কংস বণিককে সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক নিউনেটোলজি হিসেবে পদায়ন করা হয়