বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ


আলোকিত বার্তা:কারো সঙ্গে বৈরিতা নয় বরং বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবিতে দূত সম্মেলনে এ কথা বলেন তিনি।সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিন সোমবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের ৯ দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

কুয়েত,ইরাক,ইরান,বাহরাইন,সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,কাতার ও লেবাননে নিয়োজিত রাষ্ট্রদূতদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। এসময়,প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সময় উপস্থিত ছিলেন,পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

Top