ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ক্লিন ইমেজের
আলোকিত বার্তা:ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ক্লিন ইমেজের যেমন, তেমনি ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী আতিকুলও ক্লিন ইমেজের বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর সময় তিনি একথা বলেনএ সময় তিনি বলেন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অত্যন্ত পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের মানুষ। আশা করি, তিনি নির্বাচনে জয়ী হবেন। অন্যদিকে, আতিকুল ইসলামও ক্লিন ইমেজের।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে শ.ম রেজাউলি করিম বলেন,নির্বাচনে যে-ই জয়ী হবে আমরা তা মেনে নেবো। কারণ, দেশের তিনটি গুরুত্বর্পূর্ণ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। মন্ত্রী বলেন, সিলেট, কুমিল্লা ও রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তাই নির্বাচনে যে কোনো প্রার্থী জয়ী হোক আমরা ফলাফল মেনে নেবো।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দল থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়ার সময় তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ শেখ হাসিনা ফজলে নূর তাপসের ফুফু।উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আতিকুল ইসলামই বিভক্ত ঢাকার উত্তরাংশের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন।এদিকে, দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নাবিল। তিনি প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটির শেষ নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। আর উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে।