ওবায়দুল কাদের নানকের পাশে
আলোকিত বার্তা:চিকিৎসাধীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দেখতে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নানককে দেখতে হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান।এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক নানককে দেখতে হাসপাতালে আসেন।
আজ সকালে ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভূত হলে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় নানককে।পরে এনজিওগ্রাম করা হলে(হৃদযন্ত্রের রক্তনালীতে)দুটি ব্লক ধরা পড়ে। একটি ব্লক ৯০ ভাগ অপরটি ৫০ ভাগ। ৯০ ভাগ ব্লকে রিং পরানো হয়েছে।জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. বিপ্লব জাগো নিউজকে বলেন, অধ্যাপক ডা. লুৎফর রহমান, অধ্যাপক ডা মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে নানককে দেখার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান।