ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দলীয় প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বললেন শেখ হাসিনা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দলীয় প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে বললেন শেখ হাসিনা


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার জন্য দলীয় প্রার্থী এবং নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, জনগণের কাছে গেলে তারা অবশ্যই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবে। কারণ আওয়ামী লীগ উন্নয়ন করছে।শনিবার গণভবনে আওয়ামী লীগের মুলতবি যৌথ সভা থেকে তিনি এ নির্দেশনা দেন। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদসহ সিনিয়র নেতারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা দেন।শেখ হাসিনা বলেন, জনগণের কাছে গেলে তারা অবশ্যই আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবে। কারণ আওয়ামী লীগ উন্নয়ন করছে।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে এবং মহল্লায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। তারা পর্যায়ক্রমে দলের মেয়র প্রার্থীকে নিয়ে ভোটের জন্য প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে। কোন ওয়ার্ডে, কোন মহল্লায় কী কী সমস্যা আছে তা লিপিবদ্ধ করতে হবে। এগুলো মেয়র প্রার্থীর নলেজে দিতে হবে। ওই এলাকায় গেলে সমস্যা সমাধানে তিনি যেন প্রতিশ্রুতি দিতে পারেন।তিনি আরও বলেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও কোনো কমিটিতে যেন গ্যাপ না থাকে সেজন্য ওয়ার্ড কমিটিকে কাজ করতে হবে। নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক ভোটার যেন ভোট কেন্দ্রে যায় সেজন্য ওয়ার্ড এবং মহল্লার কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিনিয়র নেতারাও নির্বাচনকে কেন্দ্র করে মাঝে মধ্যে বসবেন এবং দলের নেতাকর্মীদের পরামর্শ দেবেন, নির্বাচনে আরও কী কী কৌশল গ্রহণ করা হবে। সে বিষয়ে যৌথসভায় আলোচনা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা ওয়ার্ড এবং মহল্লা পর্যায়ে কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণা চালাবেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয় যেন নিশ্চিত হয় সে জন্য পাড়া-মহল্লার কমিটিকে ঘরে ঘরে ভোট প্রার্থনা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দলের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব-ফ্যাসাদ যেন সৃষ্টি না হয় সে নির্দেশনাও দেয়া হয়েছে।

নির্বাচনে ১৪ দলের ভূমিকা নিয়ে যৌথ সভায় কোনো আলোচনা হয়েছে কি-না, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দলের এক সিনিয়র নেতা বলেন, এ বিষয়ে দলের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমকে দায়িত্ব দেয়া হয়েছে। ১৪ দলের নেতাদের সঙ্গে তিনি নির্বাচনের বিষয় নিয়ে বৈঠক করবেন। ১৪ দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল ইতোমধ্যে সমর্থন দিয়েছে বলে জানান তিনি।এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শুরু হয়।আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির এটাই প্রথম যৌথ সভা।গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।

Top