আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভা


আলোকিত বার্তা:আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভা আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।সভায় সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ।সভায় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।

Top