আগামী সপ্তাহে দুই সিটির তফসিল হতে পারে
আলোকিত বার্তা:ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কমিশন সভা শেষে এক প্রশ্নের জবাবে ইসি সচিব এমন ইঙ্গিত দেন।তবে তিনি এও জানান,আগামী সপ্তাহে সভা হওয়ার বিষয়টিও এখন পর্যন্ত চূড়ান্ত নয়।
মো. আলমগীর বলেন,ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে হবে।দিন-তারিখ এখনও ঠিক হয়নি।আশা করি আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হবে।কমিশন সভায় চূড়ান্ত হলে তখনই তফসিল ঘোষণা করা হতে পারে।তিনি আরও বলেন,জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের শেষ তারিখ। এর পরে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই। যাই হোক না কেন,আমরা জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন করব।তবে আমি যেহেতু কমিশন না, কমিশনের মুখপাত্র।কমিশন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত দিচ্ছে,ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না’যোগ করেন তিনি।
এ দুই সিটিতে ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নেয়া হবে বলেও জানান ইসি সচিব।বলেন,ইভিএমে ভোট করতে হলে আমাদের কেন্দ্র,ভোটার সংখ্যা, বুথ সংখ্যা –এগুলো বিবেচনায় নিতে হবে। ইভিএমের কতখানি প্রস্তুতি আছে, আর কতখানি লাগবে এগুলো হিসাবে নিয়েই তারিখ নির্ধারণ করতে হবে।কমিশন সভায় আলোচনার বিষয়ে ইসি সচিব জানান, নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত বাজেটের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে।এটা নিয়ে আরও আলোচনা হবে,চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গণপ্রতিনিধিত্ব আইন ২০১৯ এর খসড়ার বিষয়ে আলোচনা হয়েছে,আরও আলোচনা হবে।সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১৯ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটা এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে।নির্বাচন কমিশন নিয়ে প্রামাণ্যচিত্র হবে।এ ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।