মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদেরও নির্ভুল তালিকা চায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদেরও নির্ভুল তালিকা চায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটি।


আলোকিত বার্তা:মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকারদেরও নির্ভুল তালিকা চায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটি।শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মুক্তিযুদ্ধ উপ-কমিটির সভায় বক্তারা এ দাবি করেন।তাদের মতে,মুক্তিযোদ্ধা ও রাজাকারদের নির্ভুল তালিকা হলে পরবর্তী প্রজন্ম উপকৃত হবে।আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশীদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস,দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম,কাজী কায়কোবাদ,সুশান্ত বাইন,খালেদ খোকন প্রমুখ।

সভায় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধাদের জন্য যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর তা করার জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।তিনি আরও বলেন, জনসাধারণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরাও বলতে চাই, মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির পাশাপাশি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যারা দেশের মানুষ হয়েও রাজাকার, আলবদর, আল শামস ছিল, দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদেরও একটি নির্ভুল তালিকা তৈরি করতে চাই। তা হলে শুধু আগামী প্রজন্ম নয়, যারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিল তাদের ত্যাগ অনেকটা স্বার্থক হবে।সভায় মো. রশীদুল আলম বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি একই সুতায় গাঁথা। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Top