যা বললেন সাগর-রুনি ও তনু হত্যার তদন্ত নিয়ে
আলোকিত বার্তা:সাত বছর আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা ও তিন বছর আগে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন আইনমন্ত্রী আনিসুল হক।আইনমন্ত্রী বলেন,এগুলো তদন্তাধীন আছে।তদন্ত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে,তদন্তকারী সংস্থা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট কোনোটাই দেয়া উচিত নয়।আমাদের তদন্ত কর্মকর্তাদের এ সময় দেয়া উচিত।গতকালের একটা উদাহরণ দিয়ে বলছি,আমেরিকায় একটা মামলায় ৩৬ বছর জেলখাটার পর আসামিরা নির্দোশ প্রমাণিত হয়েছে-এরকম ঘটনা যেন না ঘটে সেটাও আমাদের দেখার দরকার।
বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমানের আদালতে বহুল আলোচিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এ সময় আইনমন্ত্রী বলেন, নুসরাতের মামলার পেপার বুক আগামী জানুয়ারি ৩১ তারিখে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যামামলার পেপারবুক আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে।আগামী বছর এ দুই মামলার হাইকোর্টের শুনানি শেষ হবে আশা করছি।