বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
আলোকিত বার্তা:বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি-এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার দুপুর থেকে ভাইরাল হয়েছে।বেশ কয়েকটি অনলাইন পোর্টালও ১ ডিসেম্বর সমাবেশের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে।এমন খবর মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদকর্মীদের কাছে তিনি বলেন,ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে আগামী ১ ডিসেম্বর কোনো সমাবেশ ডাকা হয়নি।এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট খবর।একটা কুচক্রী মহল এমন গুজব ছড়াচ্ছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।