পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়।


আলোকিত বার্তা:দেশে সংকট সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।সোমবার(২৪নভেম্বর) বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন,পরিবহন সংকট,দ্রব্যমূল্যর উর্দ্ধগতির সংকট সৃষ্টি করে তারা(বিএনপি-জামায়াত)সরকারের পতন ঘটাতে চায়।

হানিফ বলেন,বিএনপি জামায়াত দেশকে অস্থিতীশীল করতে চায়।তাদের লক্ষ্য দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা।আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন,সংকট সৃষ্টি করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।যারা পাহাড়ে অস্ত্র হাতে নিয়ে অশান্তি সৃষ্টি করছে তাদের দিয়ে এই পাহাড়ের মানুষের কারো উপকার হবে না,কল্যাণ হবে না।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য শান্তি চুক্তি করেছেন। তাই শান্তি চুক্তির প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করা হবে।

Top