পুলিশ আমাদের গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব।
আলোকিত বার্তা:বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,পুলিশ আমাদের গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব।রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব।শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। তবে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেননি তারা।
এই সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে।এ সময় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন।পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।আলাল বলেন,ভারতের পেঁয়াজ দেয়ার কথা ছিল।তারা কেন দিল না? পাকিস্তান থেকে পেঁয়াজ এনে সংকট মোকাবিলা করা হচ্ছে।এখন আওয়ামী লীগ যদি বলে,পাকিস্তানি পেঁয়াজ যারা খাবে তারা রাজাকার-সেটাও তো মুক্তিযুদ্ধে চেতনাবিরোধী কথা।আমাদের বুঝতে হবে মানুষের প্রয়োজনের ব্যাপারে কোনো আইন নেই। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলব।
তিনি আরও বলেন,সরকার ভিন্ন মতের কাউকেই রেহাই দিচ্ছে না।বিশ্ববিদ্যালয়গুলো টর্চার সেলে পরিণত হয়েছে।ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলা হচ্ছে। ৯ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে।আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে।আমরা কি এই কথাগুলো বলতে পারব না? এটা কি আমাদের অপরাধ? সাধারণ মানুষের কাছে আমরা এই কথাগুলো বলছি।