মাদক,সন্ত্রাস ও দুর্নীতির গডফাদাররা ছাড় পাবে না - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক,সন্ত্রাস ও দুর্নীতির গডফাদাররা ছাড় পাবে না


আলোকিত বার্তা:মাদক,সন্ত্রাস ও দুর্নীতির গডফাদাররা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের(দুদক)চেয়ারম্যান ইকবাল মাহমুদ।বুধবার(২০নভেম্বর)রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইকবাল মাহমুদ বলেন,মাদক,সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি।যেসব গডফাদারদের নামের তালিকা আমাদের হাতে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।গডফাদাররা কেউ ছাড় পাবে না।ইকবাল মাহমুদ বলেন,মাদক নির্মূল অভিযানে নেমে কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে।ইতোমধ্যে কিছু অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলছে।

Top