ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি,জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি,জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল শনিবারের (৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।স্থগিত হওয়ার জেএসসি পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর(বৃহস্পতিবার)একই সময়ে অনুষ্ঠিত হবে।অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের(৯ ও ১০ নভেম্বর)ছুটি বাতিল করা হয়েছে।জেলাগুলো হলো-সাতক্ষীরা,বাগেরহাট,পটুয়াখালী,ভোলা,বরগুনা, পিরোজপুর,নোয়াখালী,ফেনী,লক্ষ্মীপুর,চাঁদপুর,খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম।

Top