জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি।


আলোকিত বার্তা:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি।শুক্রবার(৮ নভেম্বর)বাদ জুমা শুরু হবে সমাবেশ।সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে বলেআলোকিত বার্তা নিশ্চিত করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন,বুধবার(৬ নভেম্বর)দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে আমি এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাক্ষাৎ করেছি।আব্দুস সালাম আজাদ বলেন,আমরা সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জায়গার নাম প্রস্তাব করেছি। কিন্তু পুলিশ আমাদের মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি দিয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।

Top